S.S.C Online Free Exam

মাইক্রোসফট PowerPoint শিখি [পর্ব-০১] :: বেসিক ধারনা

টিউন   বার দেখা হয়েছে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
 

 
মাইক্রোসফট PowerPoint হল মাইক্রোসফট Corporation এ তৈরিকৃত একটি Presentation Design Software যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির কোন বিষয়কে দর্শকদের কাছে বড় পর্দায় প্রদর্শণ করার জন্য Slide তৈরি করে Slide Show করা হয়। মাইক্রোসফট PowerPoint থেকে যে কোন ধরনের ডিজাইন তৈরি করা যায়, এবং কি মাইক্রোসফট PowerPoint অনেক সুন্দর সুন্দর Slide তৈরি করা যায়।


 
মাইক্রোসফট PowerPoint দ্বারা যে সকল কাজ করা যায় :
১। অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কোন বিষয়কে দর্শকের কাছে বড় পর্দায় প্রদর্শন করার জন্য Slide তৈরি করে Slide Show করা হয় |


 
২। কোন রিপোর্ট, প্লেন বা এ জাতীয় অন্যন্য বিষয়কে পাওয়ার পয়েন্টের উইজার্ড ব্যবহার করে অতি সহজে উপস্থাপনা করা যায় |
৩। তৈরিকৃত এ ধরনের রিপোর্ট প্লানকে Powerpoint Presentation Design এর ইফেক্ট দেয়া যায় এবং অ্যানিমেটেড করে বিভিন্ন শব্দের এফেক্ট দিয়ে মনোমুগ্ধকর ভাবে উপস্থাপনা করা যায় |


 
৪। সাধারন প্রজেক্টরে মাপমতো 35 mm সাইজের করে Slide তৈরি করে প্রজেক্টরে সহজে ব্যবহার করা যায় |
৫। Powerpoint এ তৈরিকৃত বিভিন্ন রিপোর্টকে অন স্ক্রীনে শো করা ছাড়াও প্রিন্টারের সাহায্যে ডকুমেন্ট হিসাবে প্রিন্ট করা যায় |
Slide শো করার সময় কোন বিষয়কে মার্ক করার জন্য Powerpoint এর ইলেক্টিক কলম ব্যবহার করা এবং স্পীকার নোট তৈরি করা ও যায়।

মাইক্রোসফট PowerPoint না শিখে বাড়ি যামু না !!

মাইক্রোসফট PowerPoint না শিখে বাড়ি যামু না !!
ইনশাআল্লাহ আগামী পূর্বে presentation এবং Slide সম্পর্কে ধারনা দেওয়া হবে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন