S.S.C Online Free Exam

আপনি কি একজন Notepad++ ব্যবহারকারী? আপনি কি Notepad++ ’র সব সুবিধাগুলো ব্যবহার করেন? যদি না করে থাকেন, তবে দেখে নিন আপনার জন্য কী সুবিধা রয়েছে Notepad++ ’এ।

টিউন   বার দেখা হয়েছে
আপনি কি একজন Notepad++ ব্যবহারকারী? আপনি কি Notepad++ ’র সব সুবিধাগুলো ব্যবহার করেন? যদি না করে থাকেন, তবে দেখে নিন আপনার জন্য কী সুবিধা রয়েছে Notepad++ ’এ।
ফেসবুক Group ও Page'র মাধ্যমে নিয়মিত অনলাইন সাপোর্ট নিন। ফেসবুক গ্রুপ ও পেজ লিঙ্ক টিউনের শেষে।
বি.দ্র. এই টিউন আইডি হতে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন টিউন লেখক বিভিন্ন বিষয়ে টিউন প্রকাশ করবেন্। আশাকরি আপনারা তাদের সহযোগিতা করবেন।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

যা যা থাকছে আজকের টিউনে

  • পিএইচপি ওয়ার্ডপ্রেস কোড Autocomplete সুবিধা
  • জেনকোডিং তথা ইমেট সুবিধা
  • Shortcut Mapper সুবিধা
  • চিত্রভিত্তিক কিছু Settings পরিবর্তন
  • রয়েছে ছোট একটি গল্প
যদি আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস না থেকে থাকে তবে নিমোক্ত লিংক হতে নামিয়ে নিতে পারেন
Portable ভার্সন: Portableapps
Executable ভার্সন: Notepad++
বি.দ্র.
=> notepad++’র থেকে উন্নত ‍বিকল্প টেক্স এডিটর
Brackets (Free), Atom (Free), Sublime Text (Paid), Dreamweaver (Paid) ইত্যাদি।
=> notepad++’র থেকে উন্নত ‍বিকল্প ডেভেলপমেন্ট ইনভাইরনমে্ন্ট (IDE)
Codelobster (Free), Zend Studio (Paid), Phpstorm (Paid) ইত্যাদি।
এই টিউনার ব্যক্তিগতভাবে Phpstorm এবং Notepad++ ব্যবহার করেন।

এই টিউনের বিষয় মূলত Notepad++’র মাঝে সীমাবদ্ধ থাকবে ্এবং প্রয়োগক্ষেত্র Window 7 64bit

আপনারা যদি installer’র ক্ষেত্রে বিভিন্ন plugins সুবিধা পেতে চান তবে notepad++ install করুন পরপর দুইবার।একবার 32bit version C:\Program Files এই directory’তে (plugins)  এবং আরেকবার 64bit version C:\Program Files (x86) directory’তে (default)

তো চলুন শুরু করা যাক...

  • পিএইচপি ওয়ার্ডপ্রেস কোড Autocomplete সুবিধা:
ওয়েব ডেভেলপার হতে গেলে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলো জানতে হয় সেগুলো হলো, HTML, CSS, Javascript এবং PHP। আর কাজের জন্য জানতে হয় বর্তমান সময়ের সব চেয়ে জনপ্রিয় PHP বেইজড কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম WordPress।
Notepad++ একটি টেক্সট এডিটর মাত্র। এটি কোন  IDE নয়। তবে এটিকে অনেকটা IDE মতোও ব্যবহার করা সম্ভব। অর্থাৎ এতে ফাইল এডিটিং করে PHP স্ক্রিপ্ট এডিট করে কোডিং করা সম্ভব।সুবিধাটি পাবার জন্য ফাইলটি নামিয়ে নিন WordPress Autocomplete for Notepad++. ডাউনলোড শেষে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন এবং php.xml ফাইলটি notepad++ এ open করে নিম্নলিখিত লাইনটি এডিট করুন
line no.2192 where replaced '&' with '&amp;' <Overload retVal="string" descr="Escape single quotes, htmlspecialchar ' &lt; &gt; &amp;, and fix line endings.">
এখন php.xml ফাইলটি Copy করে Notepad++ এর ইনস্টল ডিরেকটরিতে C:\Program Files (x86)\Notepad++\plugins\APIs
অথবা, C:\Program Files\Notepad++\plugins\APIs পেস্ট করুন। মার্জ করতে চাইলে অনুমতি দিন। এবার Notepad++ রিস্টার্ট করুন।


জেনকোডিং তথা ইমেট সুবিধা:
এখানে ক্লিক করে ইমেট/জেনকোডিং প্লাগিনটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করার পর NppScripting ফোল্ডার এবং NppScripting.dll ফাইলটি কপি করুন এবং কপি করা আইটেমগুলো পেস্ট করুন Notepad++ এর ইনস্টল ডাইরেক্টরি C:\Program Files\Notepad++\plugins অথবা, C:\Program Files (x86)\Notepad++\plugins অথবা, Portable ভার্সন C:\Install\Notepad++Portable\App\Notepad++\plugins’তে। ফোল্ডার মার্জ করতে চাইলে অনুমতি দিন। এবার Notepad++ রিস্টার্ট দিন।
ব্যবহার বিধিঃ
খুব দ্রুত গতিতে ইমেট/জেনকোডিং ব্যবহার করতে চাইলে যেকোন শর্টকোড লিখে ctrl+E চাপলেই প্লাগিন কাজ করা শুরু করবে।
জেনকোডিং প্লাগিনের শর্টকোটগুলোর চিটশিট নামিয়ে নিতে এখানে জেনকোডিং চিটশিট ক্লিক করুন।
ইমেট শর্টকোটগুলোর চিটশিট নামিয়ে নিতে এখানে ইমেট চিটশিট ক্লিক করুন।
  • Shortcut Mapper সুবিধা:
ওপেন করা ফাইলের ফোল্ডার দ্রুত্ এক্সপ্লোরারে ‍খুলতে শর্টকাট ব্যবহার করুন।
প্রথমে নিচের চিত্রের মতো Settings থেকে Shortcut Mapper অপশনে ক্লিক করুন। তারপর Plugin Commands ট্যাবটি সিলেক্ট করুন।



এবার চিত্রের মতো ৩ নাম্বার শর্টকাটটিতে ডাবল ক্লিক করে সেটাকে ctrl+shift+E দ্বারা পরিবর্তন করে দিন। এবার নির্দিষ্ট ফা্ইল Notepad++'এ ওপেন করে ctrl+shift+E শর্টকোড চাপলেই এক্সপ্লোরারে সংশ্লিষ্ট ফোল্ডারটি ‍ওপেন হবে।
এটা শুধু এক্সপ্লোরারের শর্টকাট পরিবর্তন নয়। আপনি এভাবে Notepad++ এর সব শর্টকাট পরিবর্তন করতে পারবেন।
এগুলোই মূলত Notepad++’র বহুল ব্যবহৃত সুবিধা। এছাড়া রয়েছে কিছু Advanced level’র ব্যবহার। ক্রমশ: সেগুলো আলোচনা করা হবে।
  • কিছু Settings পরিবর্তন: (চিত্রভিত্তিক)








  • ছোট একটি গল্প
স্ত্রী এবং স্বামী ঐক্যমত হলেন যে, বিয়ের প্রথম দিনে তাঁরা কোন অথিতির জন্য দরজা খুলবেন না! সেই একই দিনই স্বামীর বাবা-মা তাদের দেখতে এলেন, এবং দরজায় কড়া নাড়লেন, স্বামী-স্ত্রী একে অপরের দিকে তাকালেন ... স্বামী দরজা খুলতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তাদের মাঝে একটি  মৌখিক চুক্তি ছিল, তাই স্বামী দরজা খুললেন না। স্বামীর বাবা-মা কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রস্থান করলেন। কিছু সময় অতিবাহিত হবার পর স্ত্রী’র বাবা-মা দেখা করতে এলেন। স্ত্রী ও স্বামী পুণরায় একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করলেন যেহেতু তাদের মাঝে একটি  অলিখিত চুক্তি ছিল। স্ত্রী’র চোখের কোণে অশ্রু চিক্ চিক্ করছিল, তিনি নিজের সাথেই ফিসফিস করলেন "আমি এই কাজ করতে পারবো না, আমি তাঁদের ফিরিয়ে দিতে পারবো না।"  স্ত্রী দরজা খুলে দিলেন তাঁর বাবা-মা’র জন্য। স্বামী সবকিছুই দেখলেন, কিন্তু কিছুই বললেন না। কয়েক বছর পেরিয়ে গেল এবং তাঁরা একেএকে দু’জন ছেলে সন্তানের পিতামাতা হলেন। এরপর তাঁরা তৃতীয় সন্তানের পিতামাতা হলেন। এবারের শিশুটি একটি মেয়ে শিশু ছিল। পিতা নবজাত মেয়ে শিশুটির জন্য খুব বড় পার্টির আয়োজন করলেন এবং তিনি সব আত্মীয়-স্বজনদের আমন্ত্রিত করলেন। পরে সেই রাতে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, এই শিশুর জন্য এত বড় পার্টি উদযাপনেরকারণ কি ছিল যখন তিনি মেয়েটির অপর দু’ভায়ের জন্য তা করেননি! স্বামী শুধু জবাব দিলেন "কারণ তার মেয়েটিই কেবলমাত্র তার জন্য দরজা খোলা রাখবে!"
আপনার মেয়ে কন্যা সন্তানটি আপনার হাতটি ক্ষণিক সময়ের জন্যই হয়তো ধরে রাখবে, কিন্ত আপনার হৃদয়টি সারাজীবনের জন্যই ধারণ করবে।
Daughters are angels, Daughters are specials
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন