S.S.C Online Free Exam

এবার কম্পিউটার বন্ধ হবে আপনার দেওয়া সময় মত

টিউন   বার দেখা হয়েছে
আসসালামুওয়ালাইকুম! আজ আমি আপনাদের মাঝে একটা ছোট্ট ট্রিকস নিয়ে আসলাম। আমরা অনেক সময় কম্পিউটারকে অনেক বড় কোন কাজ দেই যা করতে কম্পিউটারের অনেক সময় লাগে, এজন্য আমরা কাজটা দিয়ে কম্পিউটার অন রেখে বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেক দেরিতে বাসায় ফিরি এবং ততক্ষণ কম্পিউটার অন থাকে, এতে কম্পিউটার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা ইচ্ছা করলে একটা নিদ্রিষ্ট সময় পরে কম্পিউটার নিজে থেকেই বন্ধ হয়ে যাবে এমন কমান্ড দিয়ে রাখতে পারি। এজন্য আমাদের কোন আলাদা সফটওয়্যার এর দরকার পরবে না। আমরা কম্পিউটারের run থেকেই এই কাজটা করে নিতে পারি। তো চলুন দেখাযাক কিভাবে এটা করা যায়।
প্রথমে windows key+R প্রেস করে কম্পিটারের run কমান্ড ওপেন করুন।
 

এবার run এ "shutdown /s /t 20" ("" কেটে দিন)এই কমান্ড ব্যবহার করুন। লক্ষ্য করুন t এর পরে ২০ দেওয়া আছে, তার মানে যদি ওইখানে ২০ রেখে ওকে প্রেস করি তাহলে কম্পিউটার ২০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখানে আপনাকে অ7440বশই টাইমিংটা সেকেন্ডে করতে হবে। মনে করেন আমি যদি চাই আমার কম্পিউটার ২ ঘন্টা ৩০ মিনিট পরে বন্ধ হবে তাহলে এই দুই ঘন্টা ৩০ মিনিটকে সেকেন্ড এ কনভার্ট করতে হবে। যেহেতু ৬০ মিনিটে এক ঘন্টা এবং ৬০ সেকেন্ডে এক মিনিট অর্থাৎ ২ ঘন্টা ৩০ মিনিটকে সেকেন্ড করলে হবে ২x60x60+30x60=7440+1800=9240
তাহলে কোডিংটা হবে "shutdown /s /t 9240"

ধন্যবাদ! কোন ভুল হলে ক্ষমা করবেন !
Share this article :

+ comments + 1 comments

January 17, 2017 at 2:56 AM

nich

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন