S.S.C Online Free Exam

দেখে নিন ঢাকার কোথায় মিলছে কী ?

টিউন   বার দেখা হয়েছে
তিলোত্তমা রাজধানী ঢাকা। বলাই বাহুল্য যে এই শহরের জীবনযাপন অন্যান্য যে কোনো শহরের তুলনায় অনেক বেশি গতি সম্পন্ন আর গ্লামারাস। বিশাল এই শহরের বুকে কখন হচ্ছে কী? কথাউ খুলেছে নতুন রেস্তরাঁ, কোথায় আছে বিশেষ অফার, কোথায় এসেছে পোশাক বা জুতোর নতুন কালেকশন? এই সমস্ত খুঁটিনাটি নিয়ে আমাদের আজকের এই ফিচার।


বারবিকিউ ফ্লেমে পার্টি বুকিংয়ে ছাড়
পার্টি বুকিংয়ে ২০ ভাগ ছাড় দিচ্ছে গুলশানের বারবিকিউ ফ্লেম রেস্টুরেন্ট। এ ছাড়া ৪৯৯ টাকায় পাবেন বুফে। আর এই মেন্যুতে আছে পঞ্চাশ রকমের খাবার।
ঠিকানা : প্লট-এসই (এইস) ৫এ, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
ফোন : ৯৮৯৯২২৫, ০১৭৩০৩১৬৯৩৯
কাভাকাভায় নতুন চটি
নতুন ডিজাইনের চটি এনেছে কাভাকাভা। চামড়া, পাথর, চুমকি ও সিল্ক কাপড়ে ডিজাইন করা এসব চটি। পাবেন সানরাইজ প্লাজা, বিশাল সেন্টার, উত্তরা টাওয়ার, ইস্টার্ন প্লাস ও হ্যাপি অর্কিডের শোরুমে।
রঙে গ্রীষ্মের পোশাক
ফ্যাশন হাউস রঙ এনেছে গ্রীষ্মকালীন পোশাক। টি-শার্ট, ফতুয়া, শার্ট, ছেলে ও মেয়েদের কুর্তা, ট্রাউজার, ছোট হাতার কামিজ, টপস, পঞ্চ ছাড়াও আছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ। কাপড়ে প্রাধান্য দেওয়া হয়েছে সুতি, তাঁত, ভয়েল, মসলিন, এন্ডি সুতি ও সিল্ক কাপড়। সাদা, অফ-হোয়াইট, হালকা নীল, হালকা সবুজ, হালকা বেগুনি, জলপাই সবুজ ইত্যাদি রং ব্যবহার করা হয়েছে। পাওয়া যাবে রঙের সব শোরুমে।
ওমেন্স ডল পার্লারে বিশেষ ছাড়কখন কোথায় কীবার্ডস আইয়ের টি-শার্ট
বিউটি পার্লার ওমেন্স ডল-এ চলছে বিশেষ ছাড়। প্রতিটি সেবায় ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া আছে ব্রাইডাল মেকাআপের সঙ্গে ফ্রি ফেসিয়াল ও ফটোগ্রাফির সুযোগ। চলবে ১৫ জুন পর্যন্ত। ঠিকানা : ১ লেক সার্কাস, কলাবাগান, ধানমণ্ডি, ঢাকা। ফোন: ০১১৯৬২২৬২৮৫
কুটুমবাড়িতে সামুদ্রিক খাবার
সামুদ্রিক নানা স্বাদের মাছের পসরা সাজিয়েছে কুটুমবাড়ি। সঙ্গে আছে আচার। বিয়ে, জন্মদিন কিংবা যেকোনো পার্টিও আয়োজন করা যাবে। আছে কফি খাওয়ারও সুযোগ। ঠিকানা : কুটুমবাড়ি, ২/১২ ব্লক-এফ, লালমাটিয়া, ঢাকা।
ফোন : ০১১৯৫ ৩৮১৬৩০
নোঙর
ফ্যাশন হাউস নোঙর নিয়ে এসেছে ছেলেমেয়েদের রঙিন থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি-শার্ট। নোঙরের পোশাক পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। ঠিকানা : ২০৯ নম্বর দোকান, খিলগাঁও তালতলা সিটি, ঢাকা। মোবাইল : ০১৭১২৬৭৬৫৫৪
এড্রয়েটে গ্রীষ্মকালীন ছাড়
ফ্যাশন হাউস এড্রয়েট ছোট-বড় সবার পোশাকেই ৭০ শতাংশ ছাড় দিয়েছে। ছাড় চলবে ১৫ জুন পর্যন্ত এড্রয়েটের সব শোরুমে।
বার্ডস আইয়ে শিশুদের পোশাক
বিভিন্ন রং ও ডিজাইনের শিশুদের টি-শার্ট ও পাঞ্জাবি এনেছে বার্ডস আই। এ ছাড়া আছে বড়দের নতুন ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও পাঞ্জাবি। পোশাক তৈরিতে লাল, সাদা, নীল, সবুজ, বেগুনি, সাদাসহ বিভিন্ন রঙের নিট কাপড় ব্যবহার হয়েছে। ঠিকানা : বার্ডস আই, ২৬, ৮ ও ৮৪ (২য় তলা) আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন: ০১৯১৫০৬৮১৫৩
ওয়েস্টিনে তাসকানি খাবার উৎসব
ঢাকা ওয়েস্টিনের প্রেগো রেস্টুরেন্টে চলছে তাসকানি খাবার উৎসব। এ উৎসবের খাবার পাবেন শুধু ডিনারে। চলবে ৩১ মে পর্যন্ত। খাবারের আয়োজনে আছে পাসতা ই বিসোতি, সুপ, ইস্কারোপিনি ডি ভিতিলো এল সুগো ই মোজারেলা, সালমন ভিয়ারিজিও, ব্রাজিনো ইসোলা ডি জিগলিও ইত্যাদি। এ ছাড়া সরাসরি উপভোগ করতে পারবেন শেফদের রান্না। বিস্তারিত জানতে ডায়াল
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন