S.S.C Online Free Exam

মজিলা ফায়ারফক্সকে সাজিয়ে নিন নিজের ছবিতে

টিউন   বার দেখা হয়েছে


আপনি চাইলে ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্সকে সাজাতে পারেন নিজের ছবিতে। এ জন্য প্রথমেই এই ঠিকানা থেকে ‘ব্রাউজার ব্যাকগ্রাউন্ড’ নামের অ্যাডনসটি +Add to Firefox বাটনে ক্লিক করে ব্রাউজারে ইনস্টল করতে হবে।
 এখন ব্রাউজারটিকে বন্ধ করে আবার চালু করলে টপবারের ডান অংশে সবুজ রঙের বক্স আকৃতির বিশেষ চিহ্ন দেখা যাবে।
 সেখানে ক্লিক করতেই নতুন একটি উইন্ডো ওপেন হবে। এবার ট্যাবটির বাম পাশে Firefox, Movie এবং general নামে ফোল্ডার তিনটি ডিলিট করতে হবে।
 এরপর New Collection অপশনে ক্লিক করে নতুন করে ফোল্ডার তৈরি করতে হবে। এ পর্যায়ে ফোল্ডার তৈরি হয়ে গেলে ADD অপশনে ক্লিক করে পছন্দ অনুযায়ী ছবি আপলোড করতে হবে। সফলভাবে ছবি আপলোডসম্পন্ন হলে সেখান থেকে ছবি সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করা ছবিটি লাল বর্ণ ধারণ করলে ট্যাবটি ক্লোজ করে বেরিয়ে আসতে হবে। এবার ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ করে ওপেন করতে হবে। 
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন