S.S.C Online Free Exam

উইন্ডোস দেওয়ার পর ব্রডব্যন্ড সংযোগ না হওয়ার সমস্যার সমাধান নিন। (নতুনদের জন্য)

টিউন   বার দেখা হয়েছে



আসসালামু আলাইকুম , কেমন আছেন আপনারা। আশাকরি ভালো আছেন এবং প্রযুক্তির সাথে আছেন। এতদিন আমার পরীক্ষা ছিল তাই নেটে বেশী ছিলাম না। আজ পরীক্ষা শেষ হলো তাই আবার আপনাদের মাঝে ফিরে এলাম। তো চলুন মূল টিউনে।
*আমি আগেই বলেছি এই টিউন বিশেষ করে নতুনদের জন্য।
এখন আমরা মোটামুটি সবাই নেট ব্যাবহার করি।আমরা যারা পিসিতে ব্রডব্যন্ড নেট ব্যাবহার করি যখন পিসিতে উইন্ডোস দেই তখন আর নেট Connect হয় না। তখন Provider দের কে ফোন দিলে তারা কখন আসবে সেই আসায় বসে থাকতে হয়। তাই আজ আমি দেখাব এই সমস্যা আপনি নিজেই কিভাবে এর সমাধান করবেন।

প্রথমেই আপনার পিসিটা চালু করুন।তার পর নিচের নিয়ম ফলো করুন

নিচের টিক দেওয়া জায়গাতে Click করুন।




তার পর আবার Open Network and Sharing Center এ Click করেন।



  এখন Set up a new connection or network এ Click করেন



তরপর Connect to the Internet  এ Click করেন।


Broadband (PPPoE) তে Click করুন।



Connect এ Click করুন।



তার পর আবার Connect এ Click করুন।



এখন নিচের মত আসবে তির দেওয়া জায়গাতে Click করেন তারপর User name আপনার User ID দিন এবং Password এ Password দিন।

 

ব্যস নেট চালু হয়ে যাবে।
বিদ্রঃ আাপনার User ID এবং Password জানা না থাকলে Provider কে ফোন দিন
কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না।
ফেসবুকে আমাদের লাইক দিন  আইটি বিডি জোনে
ইউটিউবে আমাদের সাকসক্রাইভ করুন  আইটি বিডি জোনে
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন