S.S.C Online Free Exam

ADVERTISEMENT | Powered by CutThePrice অনেক জ্বালাইছে

টিউন   বার দেখা হয়েছে


সকলকে সালাম জানাই। টেকটিউন বন্ধুরা ভাল আছেন আশা করি। বেশ কিছুদিন আগে আমার ব্রাউজারে হঠাত দেখি যেখানেই ব্রাউজ করি কতথেকে এক ADVERTISEMENT | Powered by CutThePrice এসে অটো তার পেইজে নিয়ে যায়, বেক পেজ করে আমার পেইজে ফিরতে হয়, কিছুক্ষন পর আবার সে অটো এই মেসেজ দেখায়। এই জ্বালা কয়েকদিন বহন করলাম। পরে নতুন করে উইন্ডোজ দিয়ে পরিস্কার করলাম। বেশ কিছুদিন ভাল চলল আজ আবার সেই জ্বালা মেজাজ পুরা নষ্ট নেটে খোজতে খোজতে পেলাম সমাধান ইহা মালওয়্যার কি আর করা অনেক সফট ওয়ার নামালাম কাজ হয় না অনেক কষ্টে একটি সফটওয়্যারটি নামিয়ে সমাধান করলাম। সফটওয়ারটি ইনষ্টল করে স্কেন করুন, দেখুন ইয়াহু নামে একটি ফোল্ডার মার্ক হয়েছে এবার ডিলেট দিন, কম্পিউটার রিষ্টাট নিবে অপেক্ষা করুন অপেন হলে একটি কম্পিট ম্যসেজ আসবে। বাস কাজ সেস। কোন প্রকার সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট এ জানাবেন। এটি ফ্রিওয়্যার  ডাউনলোড করুন মাত্র ২.১ মেগাবাইট এখানে

জি একাত্তর স্কুল ম্যানেজম্যান্ট সিস্টেম ৩.৪ নিয়ে টিউনটি করব।

আশা করছি আজ/কাল এর মধ্যেই করব। টেকটিউনে বহুবিদ সমস্যা এটা নিয়ে একটা টিউন করার ইচ্ছা আছে। কিরে ভাই অল্প কথায় আমি যদি আপনাকে বুঝাতে পারি তাহলে ২০০ শব্দের কি দরকার (এই দুইটি শব্দ কম ছিল টিউনটিতে আছে 198 টি)। যাইহোক ভাল থাকবেন। দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল।

Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন