S.S.C Online Free Exam

আপনাকে অনেক বড় বিপদ থেকে বাচাতে পারে আমার এই সফটওয়্যার।

টিউন   বার দেখা হয়েছে

 

আমরা অনেক সময় কাজে অকাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন একাউন্ট ওপেন করে থাকে। সময়ের সাথে সাথে আবার ভুলেও যাই
যেমনঃ কখন কখন সাইটের নাম মনে থাকে ত পাসওয়ার্ড ভুলে যাই
আবার  পাসওয়ার্ড মনে থাকে কিন্তু ইউজারনেম বা সাইটের ঠিকানা ভুলে যাই।
এমন হাজার হাজার সমস্যা প্রতিনিয়ত পরতে হচ্ছে আপনাকে আমাকে।
আর এই পাসওয়ার্ড বা ইউজার নেম ভুলে যাওয়া যে কতটা বিপদে ফেলতে পারে তার ভুক্তভুগি নেহাতি কম নয়।
আবার কম্পিটারে এই পাসওয়ার্ড বা ইউজার সেভ করে রাখাও খুব একটা নিরাপদ না।
আর জাদের হাতে অনেক গুলা ছি-প্যানেল এর দায়িত্ব তারা এটা ভালো করেই বুঝেন।
যাই হোক আমি নিজে এর অনেক বড় ভুক্তভুগি আর
তাই সবার প্রয়জনের কথা চিন্তা করেই আমি ডেভেলপ করেছি সেফ-হাইজ নামের এই
ফ্রি সফটওয়্যার টি।
এখানে আপনি যেসব সুবিধা পাবেন।
  • ওয়েবসাইট এর নাম লিখে রাখতে পারেন।
  • পাসওয়ার্ড ইউজার নেম লিখে রাখতে পারবেন
  • আরও বিস্তারিত তথ্য সংরক্ষন করতে পারবেন।
  • যদি পাসওয়ার্ড বা ইউজার নেম দেয়া নিরাপদ মনে না করেন তবে হিন্স দিয়ে রাখতে পারবেন।
  • প্রটেবল সফটওয়্যার বিধাত আপনি আপনার পেন্ড্রাইভে নিয়ে ঘুরতে পারবেন অথবা গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারবেন।
  • সার্চ এর মাধ্যে খুব দ্রুত আপনার কাজ সম্পন্য করতে পারবেন।
  •  
আমরা যারা ফ্রি সফটওয়্যার ডেভেলপ করে থাকি তারা আপনাদের কাছে মতামত ছাড়া আর কিছুই চাই না।
তাই কারপন্য না করে আপনার মতামত জানাতে ভুলবেন না।


আর হ্যাঁ ভুল ত্রুটি যা আছে ধরিয়ে দিতে একদমি ভুলে জাবেন না। আপনাদের পরামর্শ না পেলে নিজেক সুধরে নেয়া খুব কষ্ট সাধ্য হয়ে যাবে।


এখনি ডাউনলোড নিন < ৪ মেগাবাইট> User Name: rex  and Password :rex
user name : admin
pass : aaa



http://adf.ly/1QhOUq
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন