S.S.C Online Free Exam

একটি Verified Payza Account খোলার নতুন পদ্ধতি

টিউন   বার দেখা হয়েছে


অবশেষে চালু হল Bkash to Payza Transaction, এখন শুধু Payza to Bkash এর জন্য অপেক্ষা করতে হবে, যারা এখনও Payza তে অ্যাকাউন্ট করেন নাই, তারাতারি করে নিন-একটি Verified “Payza” অ্যাকাউন্ট.
“Payza” অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনার National ID Card এবং Your Picture এর  Scan কপি তৈরি করে নিবেন। এখানটায় আমরা ভুল করি যে আগে “Payza” অ্যাকাউন্ট খুলি, যার কারনে পরে Verify করা কঠিন হয়ে যায়, এক্ষেত্রে দেখা যায় পরে Verified করা যায় না।
চলুন নিচের চিত্রগুলো দেখি এবং একটি Verified “Payza” অ্যাকাউন্ট খুলি.

১ম এই লিঙ্কে ক্লিক করুন। অথবা Sign Up  অথবা Get your personal account  ক্লিক করি,  চিত্রানুযায়ী, আমরা Personal Account খুলবো, Business Account খুলবো না। Business Account-এ যারা বিজনেস করেন, শুধু মাত্র তারাই খুলবেন।



 
1. এবার Personal লেখার নিচে Select এ ক্লিক করুন, তারপর নিচের চিত্রের মত পেজ ওপেন হবে -


2. এবার National ID card  অনুযায়ী আপনার নাম বসান, তারপর ইমেইল এড্রেস এবং password দিন, অবশেষে Get Started ক্লিক করুন-


3. এখন E-mail Verify করতে দিতে বলবে-



 
4. এবার আপনার E-mail Address- এ গিয়ে Click here to validate your email address-লেখায় ক্লিক করুন-



 
5. Account Verify করার পূর্বে অবশ্যই National ID card এর তথ্য অনুযায়ী  আপনার প্রোফাইল Complete করে নিবেন অর্থাৎ NID অনুযায়ী আপনার Name, Address, Birth date, Mobile Number, PIN code দিতে হবে-



 
6. তারপর Verify your account এ ক্লিক করুন, নিচের মত একটি পেজ আসবে, তারপর Document Validation এ ক্লিক করুন  -



 
7. এবার নিচের চিত্রের মত National ID Card এর Front & Back Scan কপি  এবং Your Selfie Pic Upload করুন, Next-এ ক্লিক করে করুন -


8. Review হয়ে গেলে Send বাটনে ক্লিক করুন, এখন, view all documents submitted-এ ক্লিক করলে নিচের চিত্রের মত দেখাবে, ৪-৫ দিনের মধ্যেই “Payza” Account Verify হয়ে যাবে। E-mail-এ মাধ্যমে আপনাকে জানানো হবে। দেখুন “Payza” Account Verify হয়ে গেছে-


*সমস্যা হলে টিউমেন্ট করবেন
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন