টিউন বার দেখা হয়েছে
অনেক সময় ওয়েবসাইট ভিজিট করতে দেখা ওয়েবসাইট লোড হয় না কিংবা লোড হতে অনেক সময় লাগে। কিছু কিছু ওয়েবসাইট দেখা যায় চোখের পলকে খুলে যায়, কিছু ওয়েবসাইট দেখা যায় লোডিং হতেই থাকে কিন্তু ওপেন হয় না। পেইজ লোডিং টাইম বেশী হলে আপনার ওয়েবসাইট গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনে পিছিয়ে পড়তে পারে। গুগলের এলগরিদম এমনভাবে করা যেখানে একজন ভিজিটর ওয়েবসাইট ভিজিট করার সময় যদি ঢুকতে না পারে তবে সেটা ব্ল্যাকলিষ্টিং করে সার্চে পেছনের দিকে নিয়ে যায়। ফলে অনেক ভালো কন্টেন্ট থাকা স্বত্বেও আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে আসে না এবং জনপ্রিয় হয় না।
ওয়েবসাইট লোডিং টাইম বেশী হবার বেশ কিছু কারন হলঃ
- কমদামী ওভারলোড হোস্টিং এ আপনার ওয়েবসাইট হোস্ট করার কারনে ওয়েবসাইটের স্পিড স্লো হয়ে যায়। আমরা অনেকে কম টাকায় রেপুটেটেড কোম্পানী ছাড়া অন্যান্য নতুন ভুঁইফোড় হোস্টিং কিনে এই সমস্যায় পড়ি। যারা এই ধরনের সার্ভিস দেয় তারা সাধারনত এই কম টাকায় ওভারলোড সার্ভারের স্পেস আপনার কাছে বিক্রি করে। ফলে ঐ সার্ভারে থাকা কোন একটি ওয়েবসাইট ব্যাপক হিট কিংবা ভিজিটর আসলে আপনার ওয়েবসাইটেরও পেইজ লোডিং টাইম বেড়ে যায়। এটা অনেকটা এরকম, আপনি আপনার পিসিতে একসাথে ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্রোম সহ বড় সফটওয়ারগুলো একসাথে রান করলে খেয়াল করবেন কম্পিউটারের গতি কমে যায়, মাঝে মাঝে হ্যাং হওয়াও শুরু করে। এর কারন হচ্ছে পিসির র্যাম এবং গ্রাফিক্স কার্ড ভাগাভাগি করে সবাই চালু হওয়ার জন্য নরম্যাল পিসির অপারেশান স্পিডেই কমে গেসে। তাই আপনার ওয়েবসাইটের ভালো স্পিড পেতে হলে প্রাথমিক কাজ হচ্ছে কোন ভালো কোম্পানীতে ওয়েবসাইট হোস্ট করা। কিভাবে ভালো কোম্পানী চিনবেন সেটি জানতে আমাদের আগের টিউনটি পড়ে আসুন।
- বড় সাইজের ইমেইজ ফাইল ব্যবহার করা। আপনার হয়তো অনেকেই জানিনা ওয়েবসাইটের জন্য আইডিয়াল ছবির ফরম্যাট হচ্ছে .jpg ফরম্যাট। কিন্তু আমরা অনেকেই ওয়েবসাইটের স্লাইডার কিংবা প্রোডাক্ট ইমেজে .png, .gif সহ বড় রেজুলেশানের ফাইল ব্যবহার করি ফলে দেখা যায় এই ছবিগুলো লোড হতে হতে পেইজের লোডিং টাইম বেড়ে যায়।
- সঠিক ফরম্যাটে কোডিং করে করা ওয়েবসাইট টেমপ্লেট কিংবা থিম ব্যবহার করার কারনে। অনেক থিম বা টেমপ্লেটেই বিশেষ করে পাইরেটেড থিম/টেমপ্লেটগুলোতে কোডিং স্ট্যান্ডার্ড ব্যবহার না করার কারনে ওয়েবসাইট লোডিং টাইম বেড়ে যায়।
ওয়েবসাইট স্পিড টেষ্ট ও অপটিমাইজেশানঃ
ওয়েবসাইটের স্পিড বাড়ানো এবগ পেইজ লোডিং টাইম কমানোর আগে আমাদের আগে চেক করতে হবে কি কি কারনে আমাদের ওয়েবসাইট স্লো হচ্ছে। ইন্টারনেটে এই স্পিড চেকের জন্য অনেকগুলো ওয়েবসাইটেই আছে। এর মধ্যে যেগুলো আমরা ব্যবহার করবো সেগুলো হল।প্রথমে এই ওয়েবসাইটেগুলোতে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে চেক করে নিন, কি কারনে আপনার ওয়েবসাইট স্লো হচ্ছে এবং সাইটের মোট টোটাল লোডিং টাইম কত। একেকজনের ওয়েবসাইটের একেক সমস্যা হতে পারে তবে আমি জেনারেল হিসাব করে সাজেশান দিচ্ছি।
- পেইজের যদি রেসপঞ্জ টাইম বেশী দেখায় সেক্ষেত্রে শীঘ্রই ভালো মানের কোন হোস্টিং এ আপনার সাইট ট্রান্সফার করে নিতে হবে।
- সাইটে যদি অনেক বড় বড় ইমেজ ফাইল দেখায় সেক্ষেত্রে রিসাইজ করে ওয়েব অপটিমাইজ করে পুনরায় আপলোড করতে হবে।ফটোশপে কিভাবে খুব সহজে ওয়েবসাইটের জন্য অপটিমাইজ করে রিসাইজ করবেন সেটি জানতে এই ভিডিওটি দেখে আসুন। আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে ইমেজ ক্যাশিং এর জন্য প্লাগিন যেমন, WP Smush বা EWWW Image Optimizer ইন্সটল করে নিতে পারেন।
- সাইটে ক্যাশিং প্লাগিং ব্যবহার করুন যাতে লোডিং টাইম কমে। ওয়ার্ডপ্রেস হলে W3 Total Cache বা WP Super Cache ইন্সটল করে নিন।
- কোনসময় সার্ভার ডাউন হওয়া মানে আপনার ওয়েবসাইটের র্যাংকিং কমে যাওয়। ওয়েবসাইটের আপটাইম ও ডাউনটাইম সম্পর্কে ওয়াকবহাল থাকতে ওয়েবসাইট স্যাটাস মনিটর সার্ভিস ব্যবহার করুন যাতে বাইরে থাকলেও এলার্ট থাকতে পারেন।
Post a Comment