S.S.C Online Free Exam

মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন [১ম-ক্লাস] :: মাইক্রোসফট এক্সেল এর পরিচিতি ও প্রয়োজনীয়তা

টিউন   বার দেখা হয়েছে


আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভাল আছেন। মাইক্রোসফট এক্সেল সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক পর্বের ১ম পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক..............

মাইক্রোসফট এক্সেল এর পরিচিতি

মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশীড সফটওয়্যার। স্প্রেডশীড বা ওয়ার্কশীট হচ্ছে মাইক্রোসফট এক্সেল  এর প্রধান অংশ। কম্পিউটারে এক্সেল প্রোগ্রাম টি চালু হলে যে স্ক্রীনটি পাওয়া যায় তাই স্প্রেডশীড বা ওয়ার্কশীট। এ স্প্রেডশীড বা ওয়ার্কশীট এ  ১৬,৬৮৪ টা কলাম,  ১০,৪৮,৫৭৬ টা রো এবং ১৭৪৯,৪৪,৪১,৯৮৪ টি সেল রয়েছে।
কলাম:  A,B,C.... এগুলো হচ্ছে কলাম।
রো : 1,2,3........ এগুলো হচ্ছে রো।
সেল: ছোট ছোট আয়তাকার ঘর গুলো হচ্ছে সেল।
সেল এড্রেস: একটি সেল কোন কলাম এবং কোন রো তে আছে তার অবস্থান কে সেল এড্রেস বলে।

স্প্রেডশীড এর কাজ ও প্রয়োজনীয়তা

  1. সকল প্রকার ব্যবসা বানিজ্যের হিসাব - নিকাশের যাবতীয় কার্যাবলী এক্সেলের মাধ্যমে করা যায়।
  2.  সকল প্রকরা হিসাবের তথ্যাবলী সরক্ষণ, সম্পাদন, মান যাচাই করা যায়।
  3. ডাটাবেস কার্যাবলী সম্পাদন করা যায়।
  4. কোন তথ্য বা ডাটা উচ্চ বা নিম্নক্রম অনুসারে সাজানো যায়।
  5. মার্কশীট, সেলারীশীট, ক্যাশমেমো ইত্যাদি তৈরী করা যায়।
  6. বাৎসরিক বাজেট প্রনয়ন।
  7. আয়-ব্যয়ের হিসাব , উৎপাদন ব্যবস্থাপনা ইত্যাদি।।।।
আজ এ পর্যন্ত , ভূল ত্রুটি হলে অভিজ্ঞরা গঠনমূলক পরামর্শ দিবেন আশা করি। খুব শীর্ঘই ২য় পর্ব নিয়ে হাজির হব ইনশা্আল্লাহ।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন