S.S.C Online Free Exam

ব্লগস্পট গুরুদের জন্য চরম টিউটোরিয়াল। ব্লগের হোমপেজে প্রথম দুটি পোস্টের মাঝামাঝি স্থানে বিজ্ঞাপন দেওয়া শিখে নিন এখনই।

টিউন   বার দেখা হয়েছে

 
অনেক ব্লগেই দেখা যায় ব্লগের হোমপেজ বা যেকোন লেবেল পেজে প্রথম দুটি পোস্টের মাঝামাঝি স্থান অর্থাৎ প্রথম পোস্টটির পরেই বিজ্ঞাপন বসাতে। কিন্তু কথা হল কিভাবে এটি সম্ভব। অনেকেই এটি করতে যেয়ে পোস্টের ফুটার ডিভিশনে বিজ্ঞাপন কোড বসান। ফলশ্রুতিতে কোন কাজই হয়না। উহু, কাজ হয়না বললে ভুল হবে। পোস্টের ফুটারে কোড বসালে একটি ঝামেলা পাকায় যায় সেটি হল হোমপেজে প্রতিটা পোস্টের নিচে নিচেই বিজ্ঞাপন দেখা যায়। আর যার ফলে ব্লগের শ্রী বা সৌন্দর্য বলে আর কিছু থাকেনা। আজ দেখাবো সেটারই সমাধান। আমরা আজ শিখব ব্লগস্পট ব্লগের হোমপেজে শুধু কিভাবে প্রথম দুটি পোস্টের মাঝামাঝি স্থানে ফাঁকা করে বিজ্ঞাপন বসানোর বন্দবস্ত করা যায়। এভাবে বিজ্ঞাপন বসালে বিজ্ঞাপনের আকর্ষণীয়তা এবং ফলপ্রসূতা দুটিই বৃদ্ধি পায়। একটি ব্লগে শুধু বিজ্ঞাপন বসালেই হয়না। সেটি যথার্থ আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে হয়। আজকের নতুন বিজ্ঞাপন বসানোর স্টাইল ছাড়াও এর আগেও বিজ্ঞাপন বসানোর অন্য একটি ভিন্ন স্টাইলের টিউটোরিয়ালও দিয়েছিলাম। তবে এখন চলুন আজকের টিউটোরিয়ালের মূলে চলে যাওয়া যাক।
বুঝতে সমস্যা হলে কিংবা সরাসরি আগে দেখে নিতে চাইলে দেখুন দুটি পোস্টের মাঝামাঝি বিজ্ঞাপনের লাইভ ডেমো
  • প্রথমে ব্লগস্পট ব্লগের ড্যাশবোর্ড থেকে  Template > Edit Html -এ যান।
  • এখন নিচে দেওয়া কোডটুকু খুঁজে বের করুন। সহজে কোড খুঁজে পেতে CTRL + F চাপতে পারেন।
টেকটিউনস কোড হাইলাইটার - কোড কপি করতে কোডের উপর ডাবল ক্লিক করুন
1
<b:include data='post' name='post'/>
  • উপরের কোডটি খুঁজে পেলে উক্ত কোডের ঠিক পরেই নিচের কোডটুকু বসিয়ে দিন।
টেকটিউনস কোড হাইলাইটার - কোড কপি করতে কোডের উপর ডাবল ক্লিক করুন
1
<b:if cond='data:blog.pageType == "index"'><b:if cond='data:post.isFirstPost'><div id='ads1stpost'><center>Your Advertisement Code Here</center></div></b:if></b:if>
  • এবার শুধু আপনার বিজ্ঞাপন কোডটুকু বসানোর পালা। উপরে যে কোডটুকু উল্লেখ করলাম। সেই কোডে দেখুন  Your Advertisement Code Here লেখা আছে। সেখানে শুধু লেখাটির বদলে আপনি যে বিজ্ঞাপন বসাতে চান সেটির কোড দিন এবং টেমপ্লেট সেভ করুন। তবে আপনি চাইলে শুধু বিজ্ঞাপন কোড না, বিজ্ঞাপন কোডের বদলে যেকোন কিছু বসাতে পারেন কোডের মাধ্যমে। যেকোন ব্যানার, যেকোন উইডগেট বা যেকোন কিছুর কোডটুকু শুধু ওখানে বসিয়ে দিলেই চলবে।
এবারে আমাদের কাজ কিন্তু শেষ। টেমপ্লেট সেভ দেয়া হলে আপনার ব্লগস্পট ব্লগটি ভিজিট করে দেখুন হোমপেজ বা যেকোন লেবেল পেজে যতটি পোস্ট থাকুক না কেন প্রথম দুটি পোস্টের মধ্যবর্তী স্থানেই শুধু আপনার সেই বিজ্ঞাপন দেখাচ্ছে। টিউটোরিয়ালটি কাজে আসলে দয়া করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন