S.S.C Online Free Exam

ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির mb/kb কমিয়ে নিন

টিউন   বার দেখা হয়েছে



আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। (আলহামদুলিল্লাহ্‌)।

shajghor_bulk image resizer

আমরা ফেসবুকে বা বিভিন্ন প্রয়োজনে ছবি আদান প্রদান বা আপলোড করে থাকি। কিন্তু ছবির mb/kb বেশি থাকার কারনে আপলোড হতে অনেক সময় লাগে বা অনেক সময় আপলোডই হয় না। তখন বিপদে পড়তে হয়। অনেকেই আবার ফটোশপের মাধ্যমে ছবির সাইজ কমাতে পারেন না। তখন আরো বড় বিপদ। এখন উপায়? উপায়টা আজকে আমি আপনাদের বলে দিব ছোট একটা সফটওয়্যার এর মাধ্যমে সহজেই আপনি ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমাতে পারবেন। চলুন তাহলে জেনে নিই_
প্রথমেই ছবির সাইজ কমানোর সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। (size-2mb)
সফটওয়ারটি ডাউনলোড করা হলে ইন্সটল করে নিন। ইন্সটল করা হল সফটওয়ারটি ওপেন করেন। এবং ছবিতে লাল চিহ্ন দিয়ে দেখানো অংশে ক্লিক করে ছবি সিলেক্ট করুণ এবং নিল চিহ্ন দ্বারা অংশে change Image size এ ক্লিক করে অতি সহজেই ছবির সাইজ কমিয়ে ফেলুন।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন