S.S.C Online Free Exam

আসুন শিখি microsoft excel part-1 (আজকের বিষয় কিভাবে এক্সেল এ ডাটা পূরণ করতে হয়)

টিউন   বার দেখা হয়েছে


কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আমাদের টেকটিউনস নতুন সার্ভার এ প্রবেশ করেছে।আস্তে আস্তে আমাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে।টেকটিউনস এর জন্য রইল শুভ কামনা।
আজকে আমি নতুন আরেকটি ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি।জানিনা কতটুকু বুঝাতে পারব।তবে আমি আমার সবটুকু দিয়ে বুঝানোর চেষ্টা করব।সবসময় পাশে থাকবেন।
***প্রথমে Microsoft excel ওপেন করুন।



***আপনাদের প্রথমে জিনিষের সাথে পরিচয় করিয়ে দেই।আপনারা বেশিরভাগই এগুলা জানেন।কিন্তু এটা যেহেতু ধারাবাহিক টিউটোরিয়াল তাই সবকিছু জানানো আমার কর্তব্য।
উপর থেকে নিচ বরাবর যেটা দেখছেন মানে A,B,C,……………  এগুলো হচ্ছে column.



***বাম থেকে ডানে 1,2,3,4,5,………….. এগুলোকে বলে row.



***আর ছোট ছোট বক্সগুলোকে বলে cell. এবার আপনাদেরকে দেখাই কিভাবে এই সেল গুলোর নামকরন করা হয়।দেখুন নিচের চিত্রে যেই সেল এর নামকরন করা হয়েছে c3, তা কিভাবে করা হল?C3 সেলটি c নাম্বার column এ আছে, আর এটি 3 নাম্বার row তে আছে।তাই একে C3 নামে অভিহিত করা হয়।



***এবার আসুন Microsoft excel এ কিছু ডাটা লিখি।মাউসটি A1 cell এ নিয়ে একবার ক্লিক করি, আর টাইপ করি SI. No



***SI. No লেখার পর একবার Tab চাপুন।দেখবেন, মাউস এর কার্সরটি ডানপাশের ঘরে চলে গেছে।এবার যথাক্রমে name,position,salary লিখুন।



***এরপর,একবার enter এ চাপুন।দেখবেন মাউস এর কার্সরটি A2 তে চলে এসেছে।এবার যথাক্রমে ডানে লিখুন 1,mizan,oficer,40000.
তারমানে আপনি যদি ডানে যেতে চান তাহলে Tab, আর নিচে যেতে চাইলে enter চাপুন।



***এভাবে আপনি আরো কিছু ডাটা পূরণ করুন।



***তারপর, file>save as এ ক্লিক করে file টি সেভ করুন।



আজকের এই বিষয়টি শুধু মাত্র বেসিক এর জন্য।সবাই ভাল থাকবেন।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন