S.S.C Online Free Exam

আসুন শিখি Microsoft excel part-2 (আজকে আমরা কিভাবে autofill অপশন ব্যাবহার করা হয় তা দেখব)

টিউন   বার দেখা হয়েছে


কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল এর auto fill অপশন এর ব্যাবহার দেখাব।
***প্রথমে, Microsoft excel ওপেন করুন।



***এবার, A1 আর A2 সেল এ 1 এবং 2 লেখি।



***এবার, A1 সেল হতে A20 সেল পর্যন্ত তার মানে 1 লেখা ঘর হতে ২০ লেখা ঘর পর্যন্ত মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করুন।



***এবার, edit>fill>series এ ক্লিক করুন।



***তারপর, autofill এ ক্লিক করে ok ক্লিক করুন।



***দেখুন ,A1 হতে A20 পর্যন্ত autofill হয়ে গেছে।



***আগেরমত B1 আর B2 সেল এ january এবং february লিখুন।



***এবার, B1 সেল হতে B20 সেল পর্যন্ত তার মানে 1 লেখা ঘর হতে ২০ লেখা ঘর পর্যন্ত মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করুন।



***এবার, edit>fill>series এ ক্লিক করুন।



***তারপর, autofill এ ক্লিক করে ok ক্লিক করুন।



***দেখুন , B1 হতে B20 পর্যন্ত autofill হয়ে গেছে।



সবাই ভাল থাকবেন।আমার জন্য দোয়া করবেন।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন