যারা নতুন wordpress ব্লগ খুলেছেন বা খুলতে চাচ্ছেন তাদের জন্য আজ নিয়ে
এলাম বেশ কিছু দরকারি plugin এগুলো সবি ফ্রি প্লাগিন । দেরি না করে আপনার
দরকারি plugin টি নিয়ে নিন ।
W3 Total Cache
এটা একটি
Cache প্লাগিন . এর সাহায্যে HTML, CSS, JavaScript, Image এগুলো ব্রাউজার এ
অস্থায়ী ভাবে Cache করে রাখা হয় । ফলে সাইট লয়াদ হতে কম সময় লাগে । এখন
পর্যন্ত ওয়ার্ডপ্রেস এর নাম্বার ১ Cache প্লাগিন এটি । এর সাহায্যে View
Source কে ছোট করা যায় । মানে Minify করে রাখা যায় । টেকটিউন্স এর View
Source দেখলেই বুঝতে পারবেন ।
Organize Series
এর
সাহায্যে টেকটিউন্স চেইন টিউন গুলো দেখায় । চেইন টিউন এর পদ্ধতিটা এটার
সাহাজ্জেই করা । এটাকে আপনার নিজের মন মত কাস্টোমাইজ করে নিতে হবে ।
WP Favorite Posts
এর সাহায্যে পোস্ট প্রিয় করে রাখা যায় ।
Wang Guard
রেজিস্ট্রেশান এ captcha সিস্টেম দেয়ার জন্য এটি ব্যাবহার করা হয়। এছাড়া এটা দিয়ে আরও অনেক কিছু করা যায় ।
Akismet
স্প্যাম দুর করা এবং নিরাপত্তা আর জোরদার করার জন্য এটি সবচেয়ে ভালো প্লাগিন।
Capability Manager
এর সাহায্যে আপনি নিজের মত করে নতুন Role তৈরি করতে পারবেন । তাদের ক্ষমতা নির্দিষ্ট করে দিতে পারবেন ।
WordPress.com Stats
ব্লগ এর বর্তমান Stats সম্পর্কে জানা যায় । কত জন ভিসিটর, কোন পেজ ভিসিট করেছে ইত্যাদি ।
replyMail
মন্তব্বে কেউ রিপ্লাই দিলে এই প্লাগিন তা ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয় ।
Easy External Links
ব্লগ এ অন্য কোন সাইট আর লিঙ্ক থাকলে তা অটো নতুন ট্যাব এ ওপেন করে ।
TinyMCE Advanced
Visual Editor এ প্রয়োজনীয় বাটন যুক্ত করে ।
Syntax Highlighter for WordPress
পোস্ট এ কোন প্রোগ্রামিং কোড লিখলে তা বিভিন্ন রং এ প্রদর্শন করে ।
Yet Another Related Posts Plugin
পোস্ট আর নিচে একইরকম আরও পোস্ট প্রদর্শন করে ।
Polldaddy Polls & Ratings
এর পোস্ট এ Rating/ Like or Dislike দেয়া যায় । এছাড়া জরিপ ও করা যায়
WyPiekacz
এর সাহায্যে আপনি পোস্ট এ নতুন নিয়ম দিতে পারবেন । যেমন কত টা ক্যাটাগরি দিতে হবে । ফিচারড ইমেজ দিতে হবে ইত্যাদি ।
WP-PageNavi
এর সাহায্যে পেজ এ নাম্বারিং দেয়া যায় যাতে পুরনো পোস্ট গুলো দেখা যায়।
WP-PostViews
এর সাহায্যে একটা পোস্ট কতবার পড়া হয়েছে তা দেখা যায়
All in One SEO Pack
seo এর জন্য এটা
আজকে এ পর্যন্তই এর পরের বার হাজির হব কিছু Premium (PAID) WordPress Plugin নিয়ে । ধন্যবাদ।
Post a Comment