টিউন বার দেখা হয়েছে
বর্তমানে ফেসবুকের প্রোফাইল পিকচারে লোগো দিয়ে ছবি দেওয়ার একটা ঢল নেমেছে। আগামী ৪/১১/২০১৬ হতে শুরু হতে যাচ্ছে বিপিএল-২০১৬। এ উপলক্ষ্যে কয়েকটি দলও তাদের দলের লোগো দিয়ে প্রোফাইল পিকচার দিয়েছে। কিন্তু এখনও Barisal Bulls এমন কিছু শুরু করেনি। আশা করি শুরু করবে। কিন্তু এর আগেই আমি একজন সাপোর্টার হিসেবে একটি ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আপনিও পারবেন আপনার প্রাণের বরিশালের লোগো দিয়ে ছবি তৈরি করতে। আপনাকে যা করতে হবেঃ
- প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর আপনাকে আপনার একটি ছবি বাছাই করতে হবে যার অনুপাত ১ঃ১। কেননা ফেসবুক এই অনুপাত ব্যবহার করে প্রোফাইল পিকাচারের ক্ষেত্রে।
- এরপর ট্যাগ মি! বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার ছবিটি।
হ্যাপি সাপোর্টিং!!!
এবার বিপিএলে রয়েছে ৭টি দল দল্গুলো হলঃ বরিশাল বুলস, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগাং ভাইকিংস।খেলা হবে ঃ ৪৬টি।
টুর্নামেন্ট শুরু হবে ৪/১১/২০১৬।
শেষ হবেঃ ০৯/১২/২০১৬।
ভেন্যুঃ ২টি (ঢাকা ও চট্টগ্রাম)।
Post a Comment