টিউন বার দেখা হয়েছে
আসসালামু-আলাইকুম,
ভাল আছেন আশাকরি। অনেকদিন পর আবার টিউন করতে ইচ্ছা হল। এবার নিয়ে আসলাম কিছু টিপস যা দিয়ে আরেকটু ইজি হবে আপনার ওয়েব ব্রাউজিং

#১ ট্যাব রিস্টোরিং
ধরুন কোন একটা সাইট ভিজিট করছেন। ছোট্ট একটা ক্লিকে বন্ধ হয়ে গেল ট্যাবটা। এদিকে ভুলেও গেছেন কোন সাইটে ছিলেন :3এই বিরক্তিকর সিচুয়েশন আমার প্রায় প্রতিদিনই হয় :p
যাই হোক, Ctrl + Shift + T প্রেস করলে আপনি হারানো ট্যাবটি ফিরে পাবেন

#২ ক্যাশি ক্লিয়ারিং
এটা কি সেই ইতিহাস এখন থাক। শুধু এটুকুই বলি, ক্যাশি ক্লিয়ার করলে আপনি আরেকটু ফাস্ট ব্রাউজিং করতে পারবেন। সময় সময় ব্রাউজার ল্যাগ করে। সেটাও কমে যাবে
ক্লিয়ার করতেঃ Ctrl + Shift + R চাপুন।
#৩ URL হাইলাইটার
ধরুন URL কপি করবেন কিংবা অন্য কিছু। কি করেন তখন ? মাউস দিয়ে চেপে টেনে ধরে হাইলাইট করেন, এইতো ? :3Ctrl + L প্রেস করে দেখতে পারেন

#৪ ডিরেক্ট ওয়েবসাইটে চলুন
বারবার .com দেওয়া আমার কাছে ঝামেলা মনে হয়। কাজটা Ctrl + Enter চেপেও করা যায়।যেমনঃ facebook লিখে Ctrl + Enter দিলে http://www.facebook.com এ ডিরেক্ট চলে যাবে

#৫ পরের ট্যাবে ...
Ctrl + Tab চেপে দেখুন কি হয় ! :p#৬ ব্রাউজার যখন নোটপ্যাড
হ্যাঁ, ব্রাউজারকে নোটপ্যাড হিসেবে কাজ করতে চাইলে URL বক্সে এটা লিখে এন্টার করুনdata:text/html, <html contenteditable>
#৭ Google.com
গুগল চালাতে গেলে বারবার google.com.bd চলে আসে ?আপনি যদি এতে বিরক্ত হয়ে থাকেন, ট্রিকস টা হল google.com/ncr এ চলুন

#৮ Dead ওয়েবসাইট
যেই ওয়েবপেজটা ভিজিট করবেন, সেটা Dead দেখায় ?okay !
https://archive.org/ এ চলুন এবং এখানে ওই সাইটের URL দিন। এরা ওয়েবপেজগুলা সেভ রাখে

আজ এই পর্যন্তই। আমাকে পেতে পারেনঃ facebook.com/Galib.Shahriar.Mallik -এ

আল্লাহ হাফেজ
ফেসবুকে আমাদের লাইক দিন আইটি বিডি জোনে
ইউটিউবে আমাদের সাকসক্রাইভ করুন আইটি বিডি জোনে
+ comments + 3 comments
Good and Awesome Article
Post a Comment