টিউন বার দেখা হয়েছে
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমি ভালোই আছি। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম Notpad এর একটা দারুন বিকল্প সফটওয়্যার নিয়ে। সফটওয়্যারটার নাম EditPlus। এর মূল্য $35 .অনেকে হয়তো ফ্রি Notpad++ ব্যবহার করেন। কিন্তু এটা আরো বেটার। আমি নিজে এটা ব্যবহার করে দেখেছি। এবং এটা ব্যবহার করি।
EditPlus সম্পর্কে
- Developer(s) - ES-Computing
- Initial release March - 20, 1998
- Stable release - 4.20 / 5 January 2016
- Operating system - Microsoft Windows
- Size - 1.99 MB (32-bit installer) 2.22 MB (64-bit installer)
- License - Shareware
- Website - EditPlus
তো নিচে থেকে ডাউনলোড করে নিন
- Download EditPlus 4.0 Build 753 ×32_×64 (Setup+Keygen).zip
- Mirror - EditPlus 4.0 Build 753 ×32 ×64 (Setup+Keygen) .zip (Update)
ডাউনলোড করার পর Extract করে নিন (Extract করতে WinRaR ব্যবহার করতে পারেন।)। তারপর আপনার সিস্টেম বিট অনুযায়ি ইনস্টল করুন।
Close EditPlus
এবার আসি Full Version করার কাজ।
আমরা যেটা ইনস্টল করলাম সেটা trial version. তো এটা আমাদেরকে এখন ফুল ভার্সন করতে হবে। যেহেতু এই সফটওয়্যারের কোনো Multi-User লাইসেন্স কি নেই তাই আমদের keymaker থেকে username -এর উপর ভিত্ত করে লাইসেন্স কি তৈরি করতে হবে।
উপরে ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করা zip ফাইলের keygen ফোল্ডারে keygen আছে সেটা রান করতে হবে। রান করার পর নিচের আম keymaker দেখতে পারবেন (keygen/keymaker যাই বলি না কেন।)। সেখানে আপনার পছন্দের username দিয়ে রেজিস্টেশন key জেনারেট করে নিন (যেকোনো নাম দিতে পারেন)।
এবার EditPlus রান করুন। তারপর নিচের মত দেখতে পাবেন।
Restart EditPlus
Keygen সম্পর্কে
- Publisher - LigoBD
- Release Date - 5 January 2017
- Working - Working all version of editplus even new 4.2
- Developer Address - Rajdharpur, Baliakandi, Rajbari
আমার কিছু কথা -
এই সফটওয়্যারের kegen\keymaker টা আমার জীবনের প্রথম সফল kegen\keymaker . এটা একটু কমপ্লেক্স ছিল কেননা username এর উপর ভিত্তি করে register code জেনারেট করতে হয়। আপনারা এটা যেকোন জয়গায় শেয়ার করতে পারেন। আপনার ফেসবুকে, আপনার ব্লগে, আপনার ওয়েব সাইটে যেখানে ইচ্ছা। এবং বেশি বেশি শেয়ার করবেন। সব freeware (লেখাও কপি মারতে পারেন)। আর আমি চেষ্টা করব এরকম আরো কিছু শেয়ার করতে। key থাকতে কেন ভাইরাস ওআলা crack ব্যবহার করব।
Post a Comment